নতুন বছরে ক্যারিয়ারকে সমৃদ্ধ করুন একজন ফ্রিল্যান্সার হিসেবে
একটি সঠিক সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার জীবন। তাই বেকার বসে না থেকে ফ্রিল্যান্সিং এ প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হোন।ফ্রিল্যান্সিং-এ ক্যারিয়ার গড়তে সব থেকে কম সময়ে সব থেকে বেশি পরিমাণ সফল ফ্রিল্যান্সার তৈরী করা দেশের অন্যতম শীর্ষ প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান RAM IT আপনাকে দিচ্ছে স্মরণকালের শ্রেষ্ঠ ছাড়ে ভর্তির সুযোগ।যারা আমাদের কোর্স গুলোতে অংশগ্রহন করবেন, তাদের উপার্জন শুরু না হওয়া পর্যন্ত আমাদের পূর্ণ সহযোগিতা পাবেন। আমাদের ফ্রিল্যান্সিং এক্সপার্টদের মাধ্যমে নিয়মিত মেন্টরিং সেশনের ব্যবস্থা করা হবে। যা আপনার কর্মব্যবস্থা নিশ্চিত করতে শতভাগ ভূমিকা রাখবে। আমাদের দেখানো পদ্ধতি অনুসরণ করলে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে অনলাইনে/মার্কেটপ্লেসে ইনকাম ১০০% নিশ্চিত। সঠিকভাবে বিড করার কৌশল, কাজ পাওয়ার পদ্ধতি, কাজ পাওয়া থেকে শুরু করে কাজ শেষ করে বায়ারদের বুঝিয়ে দিয়ে তারপর অর্জিত টাকা দেশে আনার পদ্ধতিসহ প্রভৃতি বিষয় হাতে কলমে শিখানো হয়। এক কথায়, কিভাবে অনলাইনে ইনকাম করতে পারবেন তা পরিপূর্ণ হাতে ধরে শিখানো হয়।আমাদের ঠিকানাঃRAM ITস্টার স্টুডিও ভবন, বড় মসজিদের পূর্ব পাশে, জিরো পয়েন্ট, সাহেব বাজার, রাজশাহী।
ফোন: 01766 358 772, 01521 119 069
FB Page: RAM IT
FB Group: facebook.com/groups/ramitrajshahi
E-mail: info@ramitbd.comWeb: www.ramitbd.com